নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

ইউএস-বাংলায় যুক্ত হচ্ছে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮

নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ নিয়ে আসছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। চলতি মাসের শেষ সপ্তাহে এয়ারলাইন্সটির বহরে যুক্ত হবে এই ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট। নতুন এয়ারক্রাফটে ১২টি বিজনেস ক্লাসসহ আসন সংখ্যা থাকছে ১৭০টি।

বর্তমানে এয়ারলাইন্সটির বহরে সাতটি এয়ারক্রাফট রয়েছে। নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ যুক্ত হলে বহরে এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে আটটিতে। বর্তমানে ১৫টি দেশি-বিদেশি গন্তব্য ফ্লাইট পরিচালনা করলেও নিকট ভবিষ্যতে চেন্নাইসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ডানা মেলবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নতুন এয়ারক্রাফটের ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, দেশের পর্যটন শিল্পকে বিকশিত করা; বিশেষ করে বাংলাদেশি যাত্রীদের আকাশ পরিবহনে ভোগান্তি কমাতে ইউএস-বাংলা তার বহর সম্প্রসারণ করছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জুলাই ‘দ্রুত উড়–ন-নিরাপদে উড়–ন’ সেøাগানে দুটি ছোট এয়ারক্রাফট নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে হাব ধরে আকাশ পরিবহনে ব্যবসা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close