বাণিজ্য ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০১৮

৮৬ কোটি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা এনার্জি

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টকে ৮৬ কোটি টাকায় মেঘনা এনার্জি লিমিটেড অধিগ্রহণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোম্পানিটির সরবরাহ করা এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী বেসরকারি খাতের ছোট দেশি কোম্পানি মেঘনা এনার্জির ৯৯.৯৯ শতাংশ শেয়ার ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার ২২০ টাকায় কিনতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমোদন চেয়েছিল বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার (৯৯.৯৯ শতাংশ) অধিগ্রহণের জন্য ৮৬ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৬১০ টাকা বিদেশে পাঠানোর অনুমতি দিয়ে চিঠি দিয়েছে।

আর এই পাইকারি লেনদেন সম্পন্ন করতে এই টাকার মধ্য থেকে মাত্র ৫ কোটি ১০ হাজার ৫৮৯ টাকা হাইডেলবার্গ সিমেন্ট সেন্ট্রাল ইউরোপ ইস্ট হোল্ডিংস বিভি, নেদারল্যান্ডসের নন-রেসিডেন্ট ব্লকড টাকা অ্যাকাউন্টে স্থানান্তরে কোম্পাটিকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist