তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৮ মার্চ, ২০২৪

যেভাবে ইয়ারফোন ব্যবহারে ভালো থাকবে শ্রবণশক্তি

দিন দিন বাড়ছে ইয়ারফোন ব্যবহার। স্মার্টফোনের সঙ্গেই দেওয়া হয় ইয়ারফোন। এছাড়া নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারফোন, ইয়ারবাড পাওয়া যায় বাজারে। যে যার পছন্দমতো, প্রয়োজনমতো কিনে নিচ্ছেন। তবে সারাক্ষণ ইয়ারফোন ব্যবহারে হারাতে পারেন শ্রবণশক্তি।

শ্রবণশক্তি ভালো রাখতে যেভাবে ইয়ারফোন ব্যবহারে কয়েকটি সতর্কতা মানতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেসব-

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ ইয়ারবাড কানে রাখলে কানের ভেতর আর্দ্রতা বেড়ে যায়। ফলে সেখানে জীবাণুর সংক্রমণ হয়। তাই ইয়ারফোন ব্যবহার করার সময় মাঝে ব্রেক নিতে পারেন।

নিজের ইয়ারফোন অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না। এতে নানা ধরনের জীবাণু একজনের থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে। ইয়ারফোনের সাউন্ড কম রাখার চেষ্টা করুন। সাধারণ সর্বোচ্চ ভলিউমের ৬০ শতাংশর বেশি রাখবেন না।

অনেকেই কোলাহলপূর্ণ পরিবেশে ইয়ারফোনের সাউন্ড অত্যধিক বাড়িয়ে দেন। ফলে কানের ক্ষতি পারে। এ পরিস্থিতিতে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারযুক্ত ইয়ারফোন ব্যবহার করতে পারেন। এ ফিচারযুক্ত ইয়ারফোন বাইরের শব্দ খুব সহজেই এড়িয়ে যেতে পারে।

নিয়মিত ইয়ারফোন পরিষ্কার রাখুন। যেন জীবাণুর সংখ্যা বাড়তে না পারে। সম্ভব হলে ইয়ারবাডের পরিবর্তে ওভার ইয়ার হেডফোন ব্যবহার করতে পারেন। কারণ এগুলো সাউন্ড সমানভাবে বিতরণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close