তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৪ জানুয়ারি, ২০২৪

থ্রেডে এলো এডিট বাটন

মেটার থ্রেড পাচ্ছে এডিট বাটন। কোনো থ্রেড পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যে এডিট করার সুযোগ পাবেন। এভাবে অন্তত রিপোস্টের ঝক্কি থেকে মুক্তি পাওয়া যাবে।

থ্রেডের নিকটতম প্রতিদ্বন্দ্বী টুইটারের ১৬ বছর সময় লেগেছিল এই এডিট বাটন যুক্ত করতে। থ্রেড প্ল্যাটফরমটিতে গতি সঞ্চার করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ফিচারটি ওয়েব ও মোবাইল দুটো জায়গাতেই ব্যবহার করা যাবে। মোবাইল অ্যাপ এবং ওয়েব দুটো ভার্সনেই সহজে এডিট অপশন ব্যবহার করা যাবে এবং এই ফিচার ব্যবহার করার জন্য গুণতে হবে না সাবস্ক্রিপশন চার্জ।

মেটার সিইও মার্ক জাকারবার্গ এও জানিয়েছেন, থ্রেডে ভয়েস নোটস যুক্ত হতে চলেছে। ক্যারিওকে স্টাইলের ভয়েস নোট প্ল্যাটফরমটিতে বিশেষ সংযোজন বলা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close