তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০২১

নতুন ফ্ল্যাগশিপ ফোন আনল ভিভো

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশে নিয়ে এসেছে প্রিমিয়াম স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো (৫জি)। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জেইসের সঙ্গে সমন্বয় করে নির্মিত এই ফোনে মিলবে মোবাইল ফটোগ্রাফির দুর্দান্ত অভিজ্ঞতা।

ভিভো এক্স৭০প্রো (৫জি) হচ্ছে চলতি বছর বাংলাদেশে ভিভোর সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন। নতুন এই ফোন প্রসঙ্গে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘অপটিকস ও অপটো-ইলেকট্রনিকসের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেইস ও ভিভোর পার্টনারশিপ মোবাইল ফটোগ্রাফিতে অসাধারণ অভিজ্ঞতা দেবে। এক্স৭০প্রো (৫জি)-এর মাধ্যমে ভিভো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ও প্রফেশনাল ফটোগ্রাফির দূরত্ব কমিয়ে এনেছে।’

ছবি তোলায় দারুণ অভিজ্ঞতা সম্পন্ন এক্স৭০প্রো (৫জি) তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে থাকছে ৫০ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ; যা ছবিকে বাস্তবের মতো করে তুলতে সহায়তা করে। পোর্ট্রেট জেইসের সঙ্গে সমন্বয় করে ভিভো ব্যবহার করেছে আকর্ষণীয় ও ক্লাসিক পোর্ট্রেট ফিচারস। এই ডিভাইসে জেইসের চারটি দুর্দান্ত পোর্ট্রেট লেন্স ফিল্টার্ডম ব্যবহার করা হয়েছে। এগুলো হলো-বায়োটার, ডিস্ট্যাগন, প্ল্যানার এবং সোনার। ফোনটিতে রয়েছে জেইস টি কোটিং প্রযুক্তি। ছবি তোলার সময় যা আলোর প্রতিফলন হ্রাসে কাজ করে, আলোর প্রতিফলনকে স্বচ্ছ করে লেন্সের মাধ্যমে ছবির ঘোস্টিং এবং নয়েজ কমিয়ে আনে। ডিভাইসটির রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে জেইসের লোগো এবং জেইস টি কোটিং-এর লেবেল বসানো আছে।

স্থির ছবি বা ভিডিও ধারণের জন্য এক্স৭০প্রো (৫জি)তে আল্ট্রা-সেন্সিং গিম্বল ক্যামেরা এবং গিম্বল স্ট্যাবিলাইজেশন ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিভোর পক্ষ থেকে বলা হয়েছে, এক্স৭০প্রো (৫জি)তে আছে ভিআইএস ৫-অ্যাক্সিস আল্ট্রা স্টেবল ভিডিও প্রযুক্তি যা গিম্বল স্ট্যাবিলাইজেশন-এর ফলে দুর্দান্ত ছবি তোলা এবং ভিডিও অভিজ্ঞতা দেয়।

স্মার্টফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ভিভো চিপ। রয়েছে ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এই স্মার্টফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫৬ ইঞ্চি।

এ ছাড়া এক্স৭০প্রো (৫জি)তে আছে ফানটাচ ওএস ১২। মাল্টিটাস্কিংকে আরো সহজ করার জন্য আছে স্মল উইন্ডো ফিচার। আরো আছে নতুন সংযোজন ন্যানো মিউজিক প্লেয়ার, যা ব্যবহারকারীদের ডিফল্ট মিউজিক প্লেয়ারের পাশাপাশি স্পটিফাই এবং জুক্স এর মতো বিভিন্ন অ্যাপ থেকে তাদের পছন্দের সংগীতে অ্যাকসেস করতে সরাসরি হেল্প করে।

ভিভো এক্স৭০ প্রো (৫জি) এর মূল্য ৭২ হাজার ৯৯০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close