reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০২৪

মো. বাবুল মিয়া

বেণুবন

বেণুবনে মলয় পবনে-

কি সুর বাজেরে?

হায়! উতলা করে বেণু সুররে।

কম্পনে-শিহরণে মৃদু সুরের বন্যা,

বেণুকুঞ্জে আজ হাহাকারে হৃদাকাশ ‘শূন্যা’।

আকুলিব্যাকুলি বাঁশির সুর ভেসে ভেসে,

মর্মধ্বনিতে শুনিতে পাই-

প্রেম কারাবাসে।

যে বিধুরতা ভেসে বেড়ায় বেণুবনে,

জীবনে এসেছিল তা কুলগ্নে।

বেণুবনে দখিনা সমীরণ-

হারাল কি ধন?

অনুরাগ বিনা, বাঁচি বিরহ জীবন।

বেদনাপ্লুত নিদারুণ কি জ্বালা,

বেণু বিনা লগনে, নেই কোনো সুরবালা।

ব্যথিত ব্যাকুল অতৃপ্তির প্রেমছায়া,

আঁখিপল্লব পাতায় পাতায়-

স্নিগ্ধ শীতল তন্দ্রায়;

অশ্রুকণা পড়ে স্বরূপ নির্ঝর গড়িয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close