reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

জাকির মজুমদার

ভালোবাসা নিখাদ

জীবনসমুদ্র স্রোতের বিপরীত নাবিক আমি

বিতাড়িত আমি কাক্সিক্ষত প্রাপ্তি বসন্ত স্বপ্নের।

বাস্তবতার হীরাঘাতে পচন ধরেছে ভবিষ্যৎ সীমায়

প্রত্যাশা প্রাপ্তির অঙ্কুরেই ভাঙনের ছলনা তোমার।

আমি ঝরে যাব, থাকবে বোধহীন-অসাড় অস্তিত্ব

মূল্যহীন এ অস্তিত্ব স্বপ্ন আঁকার প্রাপ্তি।

তবুও তোমার ফেরার-সংস্রব-সান্নিধ্য প্রত্যাশায়

আমি শত বসন্ত-স্বপ্নের নীড় গড়লাম।

যদি না-ও আসো ক্ষতি নেই

অন্তত একবার আমার নির্জীব সমাধির পাশে যেও।

তাতেই উজ্জীবিত রবে, শাশ্বতকাল ধরে

নিখাদ এ ভালোবাসা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close