সিরাজুল ইসলাম জীবন

  ২৭ আগস্ট, ২০২১

বীজপত্র

অনার্য-অন্ধকারে ডুবে থাকতে চাই চিরকাল

আমার অস্তিত্বের স্বরূপ যে প্রণয়-শিকলে বাঁধা,

সেই পাললিক ঘ্রাণে অনবরত মাতোয়ারা হই

অমাবস্যা হয়ে কেন বারবার হারিয়ে যাও চন্দ্রমুখী?

দ্বিতীয়ার চাঁদের মতো ক্ষণিকের দেখাদেখি

দূর আকাশের তারার মতো নীরব চোখাচোখি,

পূর্ণিমা হয়ে ঝরে পড়ো, আর রূপালি শস্যের মতো

চলো ডুবসাঁতারে লুকোচুরি খেলায় মত্ত হই;

অনবরত মুক্তাওয়ালা ঝিনুক কুড়িয়ে আনি

ইতিহাসের সিন্দুকে জমা রাখি আমাদেরও কিছু স্মৃতির স্মারক;

আমাদের বিপ্লব-গাথা রোপণ করি এই দুঃসময়ের বাঁকে,

তারপর আমাদের পথচলা থেমে যাক...

ফিনিক্স পাখির মতো জেগে উঠবে হয়তো আমাদের সাধনমন্ত্র

আমাদের মানবিক প্রেম, পাললিক ভালোবাসায় আগামীর বীজপত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close