হোসনে আরা জেমী

  ১৫ জানুয়ারি, ২০২১

মরীচিকা সম

শুভ্র সাদা বরফের কোটি কোটি কণা

ঝড়ের তা-বে শহরময় দাপিয়ে বেড়ায় এদিক-সেদিক

কোথাও নেই কোনো কালিমা,

পাতাহীন গাছ সেজেছে শুভ্র সাদায়

শুভ্রতায় ভরে গেছে পিচঢালা পথ

ভয়ে আতঙ্কিত নয় পাতাহীন নিঃস্ব গাছ

ভুল করে নেমে আসে সফেদ আকাশ

মাটির ধরণিতে

সূর্যের প্রখরতায় হারিয়েছে ধরণির শুভ্রতা

বেড়িয়ে পড়েছে পথের অবয়ব, মাঠ ঘাট।

কাচ ভেবে ভুল করো না

ভালোবেসো না তাকে, এ যে মরীচিকা সম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close