লুইস গ্লুক

  ০১ জানুয়ারি, ২০২১

আ ফ্যান্টাসি

অনুবাদ : রানাকুমার সিংহ

তোমাকে কিছু বলতে চাই প্রতিদিন

মানুষ মারা যাচ্ছে এবং এভাবেই দিন শুরু।

প্রতিদিন, বধূরা বিধবা হচ্ছে

এতিম হচ্ছে শিশুরা, হাত গুটিয়ে বসে থাকে

আর এই নতুন জীবনের সিদ্ধান্ত নেওয়ার

চেষ্টায় তারা।

প্রতিদিন কবরস্থান মানুষে সয়লাব হয়,

কেউ কেউ যায় প্রথমবারের মতো, তারা

ভীত-কান্নারত! কখনো কখনো কান্না জমে পাথর

হয়ে যায়। কেউ কেউ ভাবে পরবর্তী সময়ে

তাদের কী করা উচিত! কখনো কিছু কথা

বলতে বলতে খোলা কবরে ফেলে অশ্রুবিন্দু।

এবং তারপর, সবাই ঘরে ফিরে যায়,

যেখানে সমব্যথী অতিথিপূর্ণ।

সোফায় বসা অপূর্ব রূপসী বিধবা!

আগত লোকরা উদগ্রীব তার কাছে যাওয়ার জন্য

সান্তনা জানাতে, কখনো কখনো হাতে

তার হাত নিতে, কখনো তাকে আলিঙ্গন করতে।

বিধবা কিছু বলতে চায়

সমবেদনার জন্য তাদের ধন্যবাদ জানায়।

মনে মনে সে চায়, তারা দূরে চলে যাক।

সে কবরস্থানে ফিরে আসতে চায়,

কিন্তু তার গন্তব্য হাসপাতাল। সে জানে

এটি সম্ভব নয়, যেটি তার একমাত্র আশা

অতীতে ফেরার ইচ্ছা। যে অতীতে আছে

বিবাহের স্মৃতি, প্রথম চুম্বন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close