এনাম রাজু

  ১৩ ডিসেম্বর, ২০১৯

বিজয়ফুল

এরচে ভালো আর কী হতে পারে...

সবুজ বাগান সাথে পাখির কণ্ঠে গান

চারদিক ছায়া-মাখা ভালোবাসার বাঁধন।

নদীর বুক চিড়ে ওঠে আজও চর

দখল হয় পানি তবু ছোটে ঢেউয়ের স্বর

সম্ভ্রম হারিয়েও ফুলেরা সুভাসিত চারদিক

নিজস্বতা বিক্রি করেও যাবতীয়,

ভালোবাসার জোয়ারে মুখরিত।

এরচে সুন্দর নেই যেন কিছু

আজও মানুষ মানুষের ভরসার বিজয়ফুল।

নদী বন পশু পাখি ফুল মানবের জন্যে

নিত্যবিলায় দেখি অফুরন্ত যৌবনাবেগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close