নূর কামরুন নাহার

  ২১ জুন, ২০১৯

এত বৃষ্টি হচ্ছে

এত বৃষ্টি হচ্ছে, যাবে কেন?

এসো অগ্নিস্নানে।

দখিনের জানালাটা খুলে দাও

বৃষ্টির ঝাঁপটা আসুক, ভিজি দুইজনে

অঙ্গে অঙ্গ ভেজাই, সমুদ্র মন্থন

চোরাকাঁটা বিঁধে থাক অনুতাপ দহন।

এত বৃষ্টি হচ্ছে, যাবে কেন?

এলোখোঁপা খুলে দাও

ভেজা চুল বেয়ে পড়–ক টপাটপ জল

আগুনের হলকায় বাড়–ক রক্তের কোলাহল

ঝুম করে নামে যদি আবার নামুক

ডুবে যাক সবকিছু, পৃথিবী ভাসুক।

দুই চোখে জ্বেলে রেখে কামের প্রদীপ

এসো পান করি অনলের হেমলক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close