আদ্যনাথ ঘোষ

  ০৪ মে, ২০১৮

স্মৃতির বিলাস

১.

সামাজিক শেষবেলার রাত্রিরে

দেখি আজ-

ভিন্ন ভিন্ন আকাশ।

যেখান থেকে শিশির বিন্দুর

মতো ঝরে

অনন্ত অনিদ্রার স্মৃতির বিলাস।

২.

প্রতিদিন সবকিছু বদলে যায়

একটি বীজ মাটির স্পর্শ পেলে

আলো-হাওয়া-জল থাকলে অনুকূলে

তার অঙ্কুরোদ্গম হয়।

অবশেষে দিন বদলে গিয়ে একটি গাছ

শেষতক মহীরূহে পরিণত হয়।

৩.

তোমাকে দেখার সেই প্রথম দিন

সেই উচ্ছল দিন ছিল

যেন গোপন সুখের

অবিশ্রান্ত অনাবিল স্রোতধারায়

এক অমায়িক সুন্দর দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist