নিজস্ব প্রতিবেদক
পরিবহন শ্রমিকদের জন্য নিসচার ফ্রি মেডিকেল ক্যাম্প
দেশের পরিবহন শ্রমিকদের যেকোনো সমস্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন তাদের সঙ্গে আছে বলে জানিয়েছে সংগঠনটির উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল। গতকাল রবিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংগঠনের মোহাম্মদপুর শাখার উদ্যোগে পরিবহন শ্রমিক ও পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিসচার মোহাম্মদপুর অঞ্চলের আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান ও সদস্য সচিব মো. শাহীনের নেতৃত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বিডি হেলথ সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ভূইয়া ও বিশেষজ্ঞ মেডিকেল টিম। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ইয়ুথ ফর বেটার ফিউচারের (ওয়াইবিএফ) সভাপতি জোবায়ের সিদ্দিকী, শ্রমিক নেতা মিযানুল হক, সাইফুর রহমান, আহমদ আলী, নিসচা সদস্য জাহাঙ্গীর আলম রনি, অহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, এনামুল হক সুমন, খালিদ হাসান, হোসনাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় শতাধিক পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। নিসচার নেতারা বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকদের যেকোনো সমস্যায় নিরাপদ সড়ক চাই আন্দোলন সবসময় তাদের সঙ্গে রয়েছে।
"