নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

পোস্তগোলা সেতু সংস্কার

২১ জেলায় যাতায়াতে যানজটের আশঙ্কা

আগামী বৃহস্পতিবার শুরু হবে পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কারকাজ, চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এ সময় ঢাকা থেকে ২১ জেলায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংস্কারকাজ ও যান চলাচলে সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়টি বিবেচনায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সাতটি সংস্থার প্রতিনিধিরা এক বৈঠক করেছেন। এ বৈঠক থেকে বাড়তি যানজট মোকাবিলায় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, সেতুর সংস্কার কাজ চলার সময় ঢাকা মহানগরীর বাইরে থেকে ভারী যানবাহনগুলো কোন পথে আসবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close