reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

ডাচ্-বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার ও রবিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ২৪১টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারপারসন সাদিয়া রাইয়ান আহমেদ প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সায়েম আহমেদ, নমিনি পরিচালক আবেদুর রশিদ খান এবং স্বতন্ত্র পরিচালক একরামুল হক। চেয়ারপারসন বলেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোকে আরো সচেতন হতে হবে। ব্যাংকের ডিপোজিট ও বৈদেশিক রেমিট্যান্স আরো বৃদ্ধির জন্য নিরন্তরভাবে কাজ করার জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের পরামর্শ দেন। ডাচ্-বাংলা ব্যাংক একটি প্রযুক্তিবান্ধব ব্যাংক এবং শাখা ব্যবস্থাপকদের এই প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নিজ নিজ শাখার মুনাফা বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close