reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

আহ্ছানউল্লা ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের বুথ চালু

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় পূবালী ব্যাংক পিএলসি একটি ব্যাংকিং বুথ চালু করেছে। উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফত উল্লাহ খান ও পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্রকল্যাণ) প্রফেসর ডা. মো. মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের এ কে এম আবদুর রকিব (উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান), মো. রবিউল আলম (ডিজিএম ও এডিসি ডিভিশন প্রধান), নাজিম আহমেদ (এজিএম, এডিসি ডিভিশন), গোলাম মো. জুনাইদ (এজিএম ও শাখা ব্যবস্থাপক, তেজগাঁও শাখা) এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হাবিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close