প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০২৪

রাস্তা পার হতে গিয়ে পরপারে শিশু আদিবা

প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল শিশু শ্রেণির শিক্ষার্থী আদিবা ইসলাম (৫)। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে যায় শিশুটি। এ সময় অটোরিকশার চাপায় তার মৃত্যু হয়। শিশুটির মা মাহমুদা বেগম বলেন, ‘আমার সোনামনিকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে আমার মেয়েটা শেষ হয়ে গেল। আমার মা আর কথা কয় না।’

এছাড়া ঢাকা, নেত্রাকোনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক আশরাফ হোসাইন (৪২) নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে হাতিরঝিলের রামপুরা লাগোয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন ময়মনসিংহের নান্দাইল উপজেলার তোফাজ্জল হোসাইনের ছেলে। শরীয়তপুর : অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে নাগেরপাড়ার রানীসার গ্রামের বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে। গতকাল বেলা ১১টার দিকে জেলার গোসাইরহাটের নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আদিবা নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।

নেত্রকোনা : কলমাকান্দার ডুবিয়ারকোনায় গতকাল দুপুরে সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে বেবি আক্তার (২৬) নামের এক গৃহবধূ নিহত ও ৯ জন আহত হয়েছেন। নিহত বেবি উপজেলা সদরের মনতলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী। আহতদের মধ্যে সাতজনের নামণ্ডপরিচয় পাওয়া গেছে। তারা হলেন শহীদ উল্লাহ (৪০), মারুফ বিশ্বাস (২৪), রিপন সরকার (৪৫), আমতলা গ্রামের সুজন (৩২), মহিবুল (৪০), পারভীন (২৫) ও তার ছেলে জিহান (৩)।

সিরাজগঞ্জ : কামারখন্দের কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় গত রবিবার রাতে বালুবোঝাই ট্রাক উল্টে আসিফ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত আসিফ উপজেলার কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, ঘটনার পর থেকে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে।

ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়ায় গতকাল দুপুরে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে ফজলুর রহমান (৫৫) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ফজলুর উপজেলার উচাখিলার আহমদপুরের মৃত ডামেস আলীর ছেলে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী : কুড়িগ্রামের রৌমারীতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক্টর উল্টে খাদে পড়ে শহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত শহিদুল উপজেলার দাঁতভাঙ্গার হরিণধরার মৃত নুর মোহাম্মদের ছেলে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ হিল জামান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close