টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

মুক্তা পানি ভালো সবার ব্যবহার করা উচিত

- ডা. দীপু মনি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে এখন বিশ্বস্ত ও বিশুদ্ধ মুক্তা পানি। এই পানীয় বোতলজাত করেন শারীরিক প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের উৎপাদিত মুক্তা ব্র্যান্ডের বোতলজাত বিশুদ্ধ পানি দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে সচিবালয়, বিভিন্ন দপ্তর, সংস্থা এবং পর্যটন করপোরেশন ও নামিদামি হোটেলে ব্যবহার করা হয়। মুক্তা পানির মান খুবই উচ্চমানের। এই পানিটা আমাদের সবার ব্যবহার করা উচিত। এছাড়াও এখানকার শারীরিক প্রতিবন্ধীদের উৎপাদিত পণ্যগুলো গুণগতমান অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেকাংশেই ভালো ও মানসম্পন্ন ।

গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। তাই আমি ঘুরে ঘুরে দেখছি। কোথায় কী আছে, কী লাগবে তা পর্যবেক্ষণ করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close