reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২৪

শহরালির কড়চা

আসলে শীত কষ্ট বাড়ে

আমরা থাকি পথের ধারে,

শীতের দিনে উদোম গায়ে

কি কেউ আর থাকতে পারে?

পেটের দায়ে চলতে থাকি

আমরা ভাই মানুষ নাকি!

ঘরে বাইরে এক রকম

পৌষের শীতে দিচ্ছে ঝাঁকি।

ভাত জোটে না কাজ জোটে না

ভাগ্যে আর ফুল ফোটে না।

পথের মাঝে পড়েই থাকি

আপন চোখে কেউ দেখে না।

এই শহরে হাজার বাড়ি

অর্থ আছে লক্ষ কাড়ি

চুনের থেকে পান খসিলে

তারাই করে খবরদারি।

মায়া-মমতা নাইকো মোটে

বললে কথা দরদ ফোটে।

তাদের কাছে হাত পাতিলে

গলা ধাক্কা শুধুই জোটে।

* সাঈদুর রহমান লিটন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close