খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৭

খাগড়াছড়িমুক্ত দিবস আজ

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পাহাড়, ঝর্ণা আর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পর্যটন নগরী পাহাড় রাণী পার্বত্য জেলা খাগড়াছড়ি হানাদারমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার ও তার দোসরদের হটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি এসে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা।

তৎকালীন সাব-ডিভিশন কমান্ডার দোস্ত মোহাম্মদ চৌধুরী বলেন, ৭১ এর ১৪ ডিসেম্বর জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় প্রতিরক্ষা ঘাঁটি থেকে মিত্রবাহিনীর ক্যাপ্টেন অশোক দাসগুপ্ত’র নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা ফাইটিং ফোর্স নিয়ে খাগড়াছড়ির দিকে অগ্রসর হতে থাকে। দুর্গম কুকিছড়া অতিক্রম করে গাছবান এলাকায় পা রাখার সঙ্গে সঙ্গে উঁচু পাহাড় থেকে পাকহানাদার ও তাদের দোসর মিজোরা গুলিবর্ষণ করতে থাকে। শুরু হয় তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে মিজো ও পাকসেনারা পিছু হঁটতে বাধ্য হয়। পরের দিন ১৫ ডিসেম্বর সকালে ক্যাপ্টেন অশোক দাসগুপ্তের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভাইবোনছড়া থেকে খাগড়াছড়ি পুরো এলাকাকে শত্রুমুক্ত করেন এবং ওইদিন বেলা ১১টায় এ অঞ্চলের সাব-ডিভিশন কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী মুক্তিযোদ্ধাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সাব-ডিভিশন অফিসে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সেদিন থেকে জেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি মুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist