সংক্ষিপ্ত সংবাদ
জরিমানা আদায়
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জুছায়া আবাসিক এলাকায় রাস্তার ওপর দোকান করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন কুঞ্জুছায়া আবাসিক এলাকার ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে এবং বিভিন্ন বাসা-বাড়ির আঙ্গিনায় জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
মতবিনিময় সভা
পটুয়াখালী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অর্ন্তর্বতী সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে সর্বস্তরের জণগণের সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পটুয়াখালী সদর প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সামাজিক সাংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গত বৃহস্পতিবার ইউএনও ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
মাদকসহ গ্রেপ্তার ৩
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার জগন্নাথপুর পুরানহাটি গ্রামের কালাশাহ, লিটন মিয়া ও পৌরসভার বানী রানী দেব। গত বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই বোতল ভারতীয় মদ ও ২২ পিছ ইয়াবা জব্দ করা হয়। জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গতকাল গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শিক্ষক সমাবেশ
পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষক সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফেডারেশনের উপদেষ্টা খায়রুল আনাম।
ইয়াবাসহ গ্রেপ্তার
কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন আরো একটি মাদক মামলা করা হয়েছে।
গাঁজাসহ আটক ২
নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ নেতৃত্বে এসআই নূর আলম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাজাসহ ২ জনকে আটক করেছেন। গত বৃহস্পতিবার উপজেলার মুশুলী ইউনিয়নের উত্তর মুশুলী এলাকার আফতার মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, উপজেলা মুশুল্লী ইউনিয়নের উত্তর মুশুল্লী গ্রামের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাজাসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
"