রংপুর ব্যুরো

  ০৫ মে, ২০২৪

রংপুরে গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটরিয়ামে গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড সিজন-১,এর অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক উমর ফারুক।

অনুষ্ঠান উদ্বোধন করেন কর্ণেল মো. আহসানুল কবির (অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর)। বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, নর্থ-ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল ও উপদেষ্টা অধ্যক্ষ সরোয়ার জাহানসহ লেখক, শিক্ষক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের কো-ফাউন্ডার ও সিইও শোয়াইব হক শিবতী। গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড-এ ৫ম থেকে ১০ম শ্রেণীর প্রায় ১ হাজার শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে ১ ঘন্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close