তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২৪

তিতাসে অবৈধ ড্রেজার বন্ধের দাবি এলাকাবাসীর

কুমিল্লার তিতাসে অবৈধভাবে তিন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে উর্বর মাটি কাটা বন্ধ ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মানববন্ধন করেছে জগতপুর ইউনিয়নের ৪ গ্রামের বাসিন্দা। গত সোমবার বিকেলের দিকে বদুরবাগ সংলগ্ন রাস্তায় মাছুমপুর, চানপুর, মঙ্গলকান্দি ও গুণপুর গ্রামের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ড্রেজার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কয়েকশ লোকের স্বাক্ষর নিয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. রহমান, সমাজসেবক জয়নাল আবেদীন সরকার, আবুল হোসেন বুলবুল, নুরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য শান্তি মিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close