ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

টাঙ্গাইলের ধনবাড়ী

নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে ৭ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। গত রবিবার দুপুরে ধনবাড়ী বাসস্ট্যান্ডে উপজেলাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধনবাড়ীর যাত্রীবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়তই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়ালখুশি মতো সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের। ৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারা যায় কলেজশিক্ষার্থী মাহফুজুর রহমান সিয়াম (২২), ৫ ফেব্রুয়ারি সার্থক রায় (২২)। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষকসহ ধনবাড়ীর আঞ্চলিক মহাসড়কে ঘটনাস্থলে প্রাণহানি হয় সাত জনের। এ সব মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবি করেন তারা। বক্তব্য শেষে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র স্বর্থক রায়ের স্মরণে ধনবাড়ী বাসস্ট্যান্ডে একটি ফুটওভার সেতু নির্মাণ ও ধনবাড়ী বাসস্ট্যান্ড কে যানযট মুক্ত সহ ৭টি দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সহ বিভিন্ন দপ্তর বরাবর

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে গন স্বাক্ষর সহ স্মারকলিপি দেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close