আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

বরগুনার আমতলী

সেতুর প্রবেশপথে পল্লীবিদ্যুতের খুঁটি

বরগুনার আমতলীতে সেতুর প্রবেশমুখে বৈদ্যুতিক খুঁটি রেখেই সেতুটির কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সেতুটি অবস্থিত। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালার।

আমতলী এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সেতুটি গত বছর ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয়।

আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা মাসুম মিয়া ও মিজানুর রহমান জানান, সেতুর প্রবেশ পথে বৈদ্যুতিক খুঁটি থাকায় ভালোভাবে আসা-যাওয়া করা যায় না। মূলত ছোট গাড়ি চলাচল করতে পারলেও বড় ট্রাক, বাস প্রবেশ করতে পারে না। এই সমস্যার সমাধান দাবি করেন তারা।

আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ওই বিদ্যুতের খুঁটির কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির খামখেয়ালীতে এমন পরিস্থিতি হয়েছে। সেতুটির কাজ সম্পন্ন করার আগেই খুঁটিতি সরানো উচিৎ ছিল। এলাকাবাসী অবিলম্বে খুটিতি সরানোর দাবি জানিয়েছেন।

আমতলীতে পল্লী বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন তরফদার বলেন, বহু আগের বিদ্যুতের খুঁটি ওই খুঁটি সরাতে যে খরচ হবে সেটা এলজিইডি বিভাগকে বহন করতে হবে। উপজেলা এলজিইডি প্রকৌশলীর মাধ্যমে উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসে চিঠি দিয়ে ওই খুঁটি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close