reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি টিপ ছোরা জব্দ করা হয়েছে। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার এসআই সাদ্দাম হোসেন জানান, ছিনতাইচক্রের এসব সদস্যরা নগরীর নানা স্থানে ছিনতাই-ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নবীনবরণ-বিদায়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে মহারাজা গিরিজানাথ উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল, নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৪ হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ অন্যরা।

ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। গতকাল রবিবার দুপুরে করটিয়া সরকারি সা’দত কলেজ প্রাঙ্গণে ওই কলেজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর শফিকুল ইসলাম ভূঁঞা প্রমুখ।

সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামকে দুর্নীতির অভিযোগ করে তার পদায়নের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সিরাজগঞ্জ-সয়দাবাদ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অবরোধ করে। তখন কলেজের ছাত্র বখতিয়ার হোসেন, রিফাত, পায়েল, ওয়ালিদ, রাফি বক্তব্য দেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করতে অনুরোধ করা হলে দাবি মেনে নেওয়ার শর্তে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।

বিদায় সংবর্ধনা

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবীরের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মঞ্জুর আলম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারুয়াখালী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান শাহীন।

মিলাদ ও সবক

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও কামিলের সবক হয়েছে। গতকাল রবিবার মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ড. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির সহসভাপতি শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামছুদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, পরিচালনা কমিটির সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close