কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

কাউখালীতে ৩ জেলের অর্থদণ্ড

পিরোজপুরের কাউখালীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ অর্থদণ্ড দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন চিরাপাড়া গ্রামের সজিব (১৮), বড় বিড়ালজুরি গ্রামের সাইফুল ইসলাম (৪৭) ও সোনাকুর গ্রামের পারভেজ শেখ (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, রবিবার সকাল ৯ টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ সহ তিন জেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলেকে দুই হাজার টাকা ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close