কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

কমলগঞ্জের শমশেরনগর

৭ কিমি কাঁচা সড়কে খানাখন্দ এলাকায় কমেছে পর্যটক

ক্যামেলিয়া লেক থেকে দেবলছড়া খাসিয়াপুঞ্জি পর্যন্ত সড়ক কাঁচা

পর্যটন এলাকা হলেও বেহাল মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামেলিয়া লেক থেকে দেবলছড়া খাসিয়াপুঞ্জি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক কাঁচা। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এলাকায় পর্যটক আসাও কমে গেছে।

উপজেলার শমশেরনগর ইউনিয়নের ওই সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে দেবলছড়া সীমান্তের একটি চা-বাগান, খাসিয়াপল্লির মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন বিজিবি ক্যাম্পের সদস্যরা।

চালক ও যাত্রীদের অভিযোগ, শমশেরনগর বাজার চৌমুহনী থেকে ক্যামেলিয়া সড়ক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা পাকা রয়েছে। এরপর ক্যামেলিয়া সড়ক থেকে দেবলছড়া খাসিয়া পুঞ্জি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কাঁচা সড়কের অধিকাংশ স্থান ছোট-বড় খানাখন্দে ভরে গেছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চা বাগান পুঞ্জি এলাকায় প্রায় সময় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন ঘুরতে আসেন। ভিআইরাও আসতেন এখানে। রাস্তাটা দ্রুত সংস্কারের ব্যাপারে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলবেন তারা। কিন্তু কোনো কাজ এখনো হয়নি।

এদিকে এখন সামান্য বৃষ্টি হলেই খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয় কাঁচা সড়কে। স্কুল-কলেজে যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী রিকশা, ইজিবাইক, অটোরিকশা, মাইক্রোবাসের যন্ত্রাংশ।

স্থানীয় স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী দিপু বলেন, ‘বাড়ি থেকে আমার কলেজের দূরত্ব ২৫ কিলোমিটার। বাড়ি থেকে ৭ কিলোমিটার সড়ক আমি হেঁটে যাই। পরে সেখান থেকে গাড়ি করে কলেজে যাতায়াত করি। কিন্তু ভাঙা রাস্তায় চা-বাগানের ট্রাক্টর ও অন্যান্য যানবাহন চলাচলের কারণে প্রচুর ধুলাবালি হয়। এ ছাড়া বেহাল রাস্তার কারণে প্রায়ই হাঁটার রাস্তায় বিভিন্ন যানবাহন তুলে দেন চালকরা।’

স্থানীয় ইউপি সদস্য পাইড়তেলী কুর্মী বলেন, ‘সড়কের এমন অবস্থার কারণে প্রায় দুর্ঘটনায় পড়তে হয় স্থানীয়দের। আমি ইউনিয়ন পরিষদ ও এমপি স্যারকে বিষয়টি জানিয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করছি দ্রুত হবে।’

স্থানীয় শমশেরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমেদ বলেন, ‘রাস্তাটার জন্য আমি মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ কথা বলেছি। সেখানে উপজেলা ইঞ্জিনিয়ারসহ অনেকজন ছিলেন। তারা বলেছেন দ্রুত স য়ে কাজ শুরু হবে।’

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এই রাস্তা সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close