ঝালকাঠি প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

জালভোটসহ নানা অপরাধে আটক ১০

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে গতকাল রবিবার ভোটগ্রহন চলাকালে পৃথক সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এদের মধ্যে রাজাপুরের পূর্ব ইন্দ্রপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে গেলে সুখী বেগম নামের এক নারীকে আটকের পর ৩০ হাজার টাকা অর্থদ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া মোসাম্মৎ নিপা আক্তার মায়া, শাহীনুর বেগম, নাসিমা আক্তার, পিয়ারা বেগম ও আলম তাজ নামের ৫জনকে ১৫ দিন করে কারাদ দেয়া হয়। অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নের পাকমহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার দায়ে মেহেদী হাসান নামের এক যুবককে ছয় মাসের কারাদ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া আটক হয়েছে মো. সম্রাট হাওলাদার, মাসুদুর রহমান ও মো. আলআমিন হোসেনকে। আটক ব্যক্তিরা রাজাপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close