তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০২৪

সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

সিরাজগঞ্জের তাড়াশে খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার সেরাজপুর গ্রামের একটি মাঠের মধ্যে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সেরাজপুর গ্রামের আশরাফ আলীর (৪০) সঙ্গে একই গ্রামের শহিদুল ইসলাম লেবুর (৫৫) সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে জমিতে পানি (সেচ) বিবাদমান বোরিং থেকে শহিদুল ইসলাম লেবু পানি দিচ্ছিলেন। এ সময় আশরাফ আলী তাদেরকে বাধা দিলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শহিদুল ইসলাম, তার ছেলে শাকিল আহমেদ ও বুলবুল আহমেদ লাঠিসোটা নিয়ে তাকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে আশরাফ আলীর স্ত্রী আফরোজা খাতুন, তার ভাই মোক্তার হোসেন আব্দুল মান্নান ও তার স্ত্রী জাহানারা বেগম এগিয়ে গেলে তাদের পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close