কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০২৪

নেত্রকোনা-৩

ভোট যুদ্ধে তিন এমপি

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার। প্রার্থী এবং সমর্থকরা বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকানে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই আসনে তিন প্রার্থীই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুবাদে এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। তাই এলাকায় তিনজনেরই রয়েছে কমবেশি গ্রহণযোগ্যতা।

জানা যায়, আসনটিতে প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (নৌকা), সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) ও মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল)। এই তিন হেভিওয়েট প্রার্থীকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।

এছাড়া এ আসনে আরো তিন প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া (লাঙল), ইসলামি ঐক্যজোটের এহতেশাম সারওয়ার (মিনার) ও তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান (সোনালি আঁশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close