reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জানুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন কমিউনিটি পর্যায়ে নারীদের সঙ্গে ‘নারী উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভা চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ড.জান্নাত আরা তালুকদার হেনরী। সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী সেখ, পৌর প্রকৌশলী রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, দলীয় নেতা মিজানুর রহমান দুদু প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

দোহার প্রতিনিধি

ঢাকার দোহারে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নারিশা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহবুব কবির। গতকাল বুধবার দুপুরে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লেবু খান প্রমুখ। এ দিন প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস। এতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলার

সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করেন।

বোমা বিস্ফোরণ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের সীমান্তে শোলমারি গ্রামের একটি আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার ফয়জদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটেছে। পরে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী গিয়ে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উঠান বৈঠক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের সমর্থনে পানজা বিড়ি শ্রমিকদের আয়োজনে উঠান বৈঠক হয়। গত মঙ্গলবার বিকেলে জেলা শহরের নতুন বাজার পানজা বিড়ি ফ্যাক্টরীতে এ বৈঠক হয়। এমডি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর সিকদারের সঞ্চালনায় শ্রমিকদের নিয়ে বৈঠকে প্রধান অতিথি ছিলেন রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জেলা দলীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা প্রমুখ।

সমন্বয় সভা

ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা আসন্ন নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির বিশেষ মাসিক সমন্বয় সভা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে উল্লেখিত কমিটি সমূহের এ বিশেষ সভা হয়। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। আরো বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close