নোয়াখালী প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০২৪

নোয়াখালী-৪

নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে কর্মী-সমর্থকদের ওপর হামলা, প্রচারে বাঁধা, নির্বাচনী অফিস ভাঙচুর, বহিরাগতদের অনুপ্রবেশ, দায়িত্ব পালনে চরজব্বর থানার ওসির পক্ষপাতিত্ব ও নৌকার প্রার্থীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে এনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. শিহাব উদ্দিন শাহিন।

গতকাল বুধবার সকালে জেলা শহরের রশিদ কলোনী এলাকার চেয়ারম্যান পার্কের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহীন।

সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে শিহাব উদ্দিন শাহীন বলেন, আমরা ও আমাদের নেতাকর্মীরা ঠিকমত নির্বাচনী প্রচার করতে পারছে না। নির্বাচনী অফিস ভাঙচুর ও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। বেশ কয়েকজন সমর্থক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমার সংবাদ সংগ্রহ করায় সংবাদ কর্মীদেরও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

শিহাব উদ্দিন শাহীন আরো বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close