সুনামগঞ্জ প্রতিনিধি

  ০৩ জানুয়ারি, ২০২৪

ভোট থেকে সরে গেলেন জাপা ও বিএনএম প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ নির্বাচনী আসনে দুই প্রার্থী ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আ. মান্নান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন।

কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আ. মান্নান। গতকাল মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ সদরের সবজি বাজারের সবজি বিক্রেতাদের জন্য নির্মিত প্রেসক্লাব নামে দখল করা একটি কক্ষে উপজেলার একাংশের সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনএমের প্রার্থী সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন।

গতকাল মঙ্গলবার বেলা ৩টায় নিজ বাসবভনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আগামী ৭ জানুয়ারির ভোট প্রত্যাখান করলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close