চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ মে, ২০২৩
জেলা পুলিশের উদ্যোগ
চুয়াডাঙ্গায় মধু মাস উদযাপন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধু মাস উৎসব পালিত হয়েছে। গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ পার্ক মিলনায়তনে এ উৎসব হয়। এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন