গাইবান্ধা প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২২

গাইবান্ধায় পৃথক মামলায় ১ জনের ফাঁসি, যাবজ্জীবন ২

গাইবান্ধায় পৃথক মামলায় একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আব্দুর রহমান ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর মিয়া পৃথক তিনটি মামলার এ রায় দেন।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর মহিবুল হক মোহন জানান, ২০১৮ সালের ১০ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ পূর্বপাড়া গ্রামের এক ছাত্রীকে পার্শ্ববর্তী বড়দহ পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ জাবেদ আলীর ছেলে মেহেদী হাসান মানিক অপহরণের পরে ধর্ষণ করে। এ ঘটনায় ১৬ এপ্রিল মানিককে আসামি করে মামলা করেন ওই ছাত্রীর বাবা।

মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার সকালে মেহেদী হাসানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার মেহেদী হাসান মানিক পালাতক ছিলের।

অপরদিকে বিষাক্ত মদ খেয়ে ১১ জন মৃত্যুর ঘটনায় মাদক ব্যবসায়ী গাইবান্ধা শহরের মধ্যপাড়ার সুরেন্দ্রনাথ সরকারের ছেলে রবীন্দ্রনাথ সরকার রবির ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ আবুল মনসুর মিয়া।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলায় বাগদা ফাম এলাকার তালা মারডি নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তালা মারডির ছোড়া তীরে ১৯৯৪ সালে মঙ্গল মারডি নামে এক উপজাতি নিহত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close