বগুড়া প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০২১

কৃষিজমিতে শিল্পপার্ক চান না কৃষক

বগুড়ার শিবগঞ্জের ৫০০ একর কৃষিজমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর দাবিতে গতকাল মঙ্গলবার বগুড়া-জয়পুরহাট সড়কের উথলি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বিসিক উত্তরাঞ্চল কৃষি প্রক্রিয়াকরণ শিল্পপার্ক স্থাপনের জন্য শিবগঞ্জ উপজেলার উথলী, নারায়নপুর, সলেমান ধোন্দাকোলা, চানপুর, খালিমপুর, হরিরামপুরসহ ৭ মৌজার ৫০০ একর জমি বরাদ্দ চেয়ে মন্ত্রণালয় চিঠি দিয়েছে। যাতে উর্বর ও ৪ ফসলি জমিগুলোকে অফসলি দেখানো হয়েছে। এদিকে চিঠি প্রেরণের বিষয়টি জানতে পেরে শিল্পপার্ক স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে ওই এলাকার কৃষকরা আন্দোলনে নেমেছেন।

কৃষি শিল্পপার্ক করার পরিকল্পনা বাতিলের দাবিতে মঙ্গলবার উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের গণেশপুর থেকে রথবাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় বিক্ষোভ করেছেন নারী, পুরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার জানান, শিবগঞ্জ সবজি উৎপাদনে অন্যতম। শিবগঞ্জের মধ্যে উথলি এলাকায় অধিকাংশ জমিতে তিন ফসলি, চার ফসলি জমিই বেশি রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close