মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২০

পূর্বশত্রুতার জের

মিঠাপুকুরে কৃষকের ওপর হামলা আহত ৫

রংপুরের মিঠাপুকুরে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক কৃষকের বসতবাড়ি ভাঙচুর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক মামলা করে। এ ঘটনার জের ধরে প্রভাবশালীরা আদালত থেকে জামিনে বেরিয়ে আবারও বাদী পক্ষের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। এ ঘটনায় গতকাল রোববার থানায় মামলা করেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্থ্য কৃষকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন পূর্বের মামলা তুলে নিতে রাজি না হওয়ায় গত ৭ জুলাই সন্ত্রাসীরা তার পরিবারের ওপর আবারাও হামলা চালায়। এতে মোফাজ্জল ও তার ছেলে টিটুলসহ ৫ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ^াস বলেন, এ ঘটনায় কৃষক মোফাজ্জল হোসেন মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close