কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২০

কালীগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে সীমা বেগম (৪০) নামে সৌদি আরব প্রবাসী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার জামালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামালপুর (গোল্লারটেক) গ্রাম থেকে মরদেহটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় উদ্ধার করা হয়। রহস্যজনক এই মৃত্যুকে কেউ কেউ আত্মহত্যা বললেও কেউও আবার বলছেন হত্যা। তবে পুলিশ বলছেন ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি জানা যাবে। নিহত সীমার বাবার নাম আবুল কাশেম। স্বামীর বাড়ী মুন্সিগঞ্জের বিক্রমপুরে। চার বছর আগে স্বামী পরিত্যাক্তা হয়ে জামালপুর (গোল্লারটেক) গ্রামে নানা মৃত রহম আলী সরকারের বাড়ীতে এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন। তবে স্থানীয়রা বলছে, বুধবার রাতে মেয়ের সঙ্গে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি সূত্র ধরে এমনটা হতে পারে।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, গতকাল সকালে তাদের বাড়ির কাছ দিয়ে মর্নিং ওয়ার্ক করে যাওয়ার সময় কান্নাকাটির শব্দ শুনে বাড়ি গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে বাধা সীমা বেগমের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগীতায় লাশ নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। তিনি আরো জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর সীমা ৩ বছর যাবৎ সৌদি আরব প্রবাসী ছিলেন। ৫ মাসের ছুটিতে এসেছিলেন। ইতিমধ্যে ছুটির ৪ মাস অতিবাহিত হয়ে গেছে। এক মাস পর পূনরায় সৌদি আরব যাওয়ার কথা। উপ-পরিদর্শক (এসআই) আর্শাদ মিয়া জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close