মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৯

মৃত গরুর মাংস বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা

মাগুরার মহম্মদপুর বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাহিদুল ইসলাম (৩৫), রাকিব উদ্দিন (১৯) ও সাকিব (২০) নামের তিনজনের প্রত্যেককে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসিফুর রহমান। দন্ডপ্রাপ্ত জাহিদুল উপজেলা সদরের আমজাদের ছেলে এবং রাকিব ও সাকিব একই এলাকার সাহেব আলীর ছেলে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইউএনও জানতে পারেন মহম্মদপুর উপজেলা সদরে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি দোকান থেকে ৫ কেজি মাংস জব্দ করেন। পরে বিক্রেতাসহ এর সাথে জড়িত তিনজনকে ৬ মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close