কোস্টগার্ডের অভিযানে ডাকাত আটক
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা সাহায্য চাইলে কোস্টগার্ড ওইসব এলাকায় তৎপরতা বৃদ্ধি করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলাম হায়দার শোভন (৪০)-কে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল, ফাকা স্বাক্ষরসহ ব্যাংক চেক ও দলিল, ১টি পাসপোর্ট, বিদেশি মুদ্রা (৪ ডলার ও ১০০ রুপি) এবং ১টি ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ডসহ আটক করা হয়। তিনি আরো বলেন, আটক ডাকাতকে জব্দ করা সব আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"