reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

নির্ধারিত মূল্যে সার সরবরাহের কাজ করছে বিএডিসি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রম যথাযথ বাস্তবায়নকল্পে সংস্থার চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন করে থাকে। এরই অংশ হিসেবে গত শনিবার যশোর অঞ্চলের বিএডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিএডিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএডিসি চেয়ারম্যান বলেন, কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন দেশ থেকে মানসম্পন্ন নন-ইউরিয়া সার আমদানিপূর্বক কৃষকের কাছে যথাসময়ে এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সরবরাহের কাজটি বিএডিসি কার্যকরভাবে সম্পাদন করে যাচ্ছে। বর্তমান কৃষিবান্ধব সরকারের আমলে দেশের কোথাও নন-ইউরিয়া সারের সংকট পরিলক্ষিত হয়নি। কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে এবং কৃষককে কোােনরূপ হয়রানি না করে সার বিক্রয়ের ক্ষেত্রে সার ডিলারদের আরো আন্তরিক হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সদস্য পরিচালকসহ (সার ব্যবস্থাপনা) যশোর অঞ্চলের বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close