রাজশাহী ব্যুরো

  ১৬ এপ্রিল, ২০২৪

ঈদের ছুটিতে রাজশাহীতে ২ মরদেহ উদ্ধার

ঈদের ছুটিতে রাজশাহীতে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকার হরিজনপল্লী সংলগ্ন মেহগনি গাছের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাদাম বিক্রেতা ফারুক হোসেন (৪৮) মরদেহ। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি উত্তর ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় বাদাম বিক্রি করতেন। তার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।

এ ছাড়া নিখোঁজের চার দিন পর গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের থান্দারপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে বেদেনা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ওই বৃদ্ধার গলায় কাটা চিহ্ন এবং শরীরে বিভিন্ন স্থান জখম ছিল। এ ছাড়া মুখে স্কচটেপ জড়ানো ছিল। নিহত বৃদ্ধা ছিল থান্দারপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী। এ ঘটনার রহস্য অনুসন্ধানে পিবিআই ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) যৌথ টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, চার দিন ধরে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close