নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২৪

ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মানববন্ধন

১৯৭২ সালের ২২ জানুয়ারি ভারত থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন মজলুম জননেতা মওলানা ভাসানী। তার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব চত্বরে গতকাল এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জাতীয় পর্যায়ের, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টি এবং ১০ দলীয় গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ। এছাড়া আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নির্বাহী সদস্য পল্টন দাস, নকিব হক বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আশিক বিল্লাহ বলেন, মওলানা ভাসানী আমাদের রাজনীতিতে পুজনীয়। তাই মওলানা ভাসানীকে পাঠ্যপুস্তকে এবং স্বাধীনতার ইতিহাসে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাজুল ইসলাম বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। পল্টন দাস বলেন, মওলানা ভাসানী ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির নেতা। গরিব-দুঃখীর কণ্ঠস্বর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close