মেহেরপুর প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৪

মেহেরপুর-২

সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির আবদুল গনি

মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপি থেকে তিনবার এমপি নির্বাচিত হয় মুক্তিযোদ্ধা আবদুল গনি। এবার নির্বাচনে অংশ নিয়েছিলেন তৃণমূল বিএনপি থেকে। কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের সহায়তা না পাওয়া এবং নির্বাচনে কালো টাকার ছড়িছড়ি অভিযোগে শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি সাংবাদিকদের লিখিতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আবদুল গনি অভিযোগ করেন, দলীয় প্রার্থী করার জন্য দলের কেন্দ্রীয় নেতা শমশের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার অনেক লোভ লালসার কথা শুনিয়ে ১৪০ জনকে দলীয় মনোনয়ন দেয়। যার মধ্যে অনেকেই সাবেক সংসদ সদস্য। ১৪০ জনই নির্বাচনে অংশগ্রহণ করে।

এরপর থেকেই নির্বাচনে কোনো ধরনের সহায়তা দূরে থাক কেন্দ্রীয় নেতারা তাদের ফোন পর্যন্ত গ্রহণ করেন না। তাছাড়া যেভাবে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে তাতে নির্বাচনের পরিবেশ নেই বিধায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি কোনো প্রার্থীকে সমর্থন করছেন কিনা প্রশ্নের জবাবে না বলে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close