ক্রীড়া ডেস্ক

  ২২ অক্টোবর, ২০২৪

লেভার ইতিহাসের রাতে বার্সার বড় জয়

রবার্ট লেভানডফস্কির গোল আর বার্সেলোনার জয়, স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের সবচেয়ে পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। সেই দৃশ্যের মঞ্চায়ন হলো আরো একবার। জোড়া গোল করলেন লেভা; বার্সা তুলে নিল সহজ জয়। গত রবিবার রাতে সেভিয়াকে ডেকে এনে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। এ জয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ৩ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান দলটি। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আগামী শনিবার মুখোমুখি হবে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ফ্লিকের সাবেক দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে বার্সা।

ঘরের মাঠে বার্সার জয় প্রায় নিশ্চিত হয়ে যায় প্রথমার্ধেই। ২৪ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দেন লেভা। ৩৯ মিনিটে ডাবলস পূরণ করেন পোলিশ স্ট্রাইকার। লেভার ২ গোলের মাঝে ২৮ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ম্যাচটা কার্যত শেষ হয়ে গেছে ওখানেই। দ্বিতীয়ার্ধে সেভিয়া কোনো অলৌকিক প্রত্যাবর্তন করতে পারে কি না, সেটিই দেখার ছিল। কিন্তু বিস্ময়কর কিছু ঘটেনি। বরং ম্যাচের শেষ দিকে সেভিয়া হজম করে আরো দুটি গোল। শেষ সময়ে জোড়া গোল করেন পাবলো তোরে। ৮৭ মিনিটে অবশ্য বার্সাকে একটি গোল ফিরিয়ে দেন সেভিয়া ফরওয়ার্ড স্ট্যানিস ইদুম্বো।

সহজ জয়ের ম্যাচে বার্সার আরো প্রাপ্তি আছে। ৩৪৯ দিন পর মাঠে ফিরেছেন দলটির তরুণ মিডফিল্ডার গাভি। কিন্তু লেভার পারফরম্যান্স আড়াল করে দিয়েছে তার ফেরা। এদিন আরেক ইতিহাস গড়েছেন পোলিশ স্ট্রাইকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close