ক্রীড়া প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০২৪

হাথুরুর অধীনে কেমন ছিল বাংলাদেশ?

২১ ফেব্রুয়ারি ২০২৩ সালে হাফ প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট আর মাথায় ক্যাপ, চোখে কালো রোদচশমা পরে হোম অব ক্রিকেটে ঢুকেছিলেন। সেটা ছিল দ্বিতীয় দফায় মিরপুরে তার প্রত্যাবর্তন। ১৫ অক্টোবর ২০২৪ সালে অনুশীলন শেষে বের হলেন মাঠ থেকে আর এ দফায় সেটাই শেষবার। নানা অপরাধে চান্দিকা হাথুরুসিংহেকে জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহেকে কোচ করে আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেটে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মজা করে বলেছিলেন, সাবেককে কখনো ফেরানো উচিত নয়। এছাড়া প্রথম মেয়াদের যাদের সঙ্গে ঝামেলা ছিল সবাই তখনো দলেই ছিলেন। যদিও প্রথম সংবাদ সম্মেলনে হাথুরু বলেছিলেন সবার সঙ্গে কথা বলে নিয়েছেন তিনি। কারো সঙ্গে তার কোনো সমস্যা নেই। তবে এবারও শেষ পর্যন্ত মাঠের বাইরের নানা ঘটনা ও বিতর্ক কাল হলো তার জন্য। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই হাথুরুর বাংলাদেশে ফেরার গুঞ্জন তৈরি হয়।

একপর্যায়ে গত বছরের ৩১ জানুয়ারি বিসিবি জানায়, আবার কোচের দায়িত্বে ফেরানো হচ্ছে হাথুরুসিংহেকে। দুই বছরের চুক্তিতে কাজ শুরু করেন গত ২১ ফেব্রুয়ারি থেকে। এ দফায় হাথুরুর কোচিংয়ে ১০ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ দল। টেস্টে জয়-হার সমান ৫টি করে। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে জয় এবং পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় এ মেয়াদে তার সবচেয়ে বড় সাফল্য। আবার ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার এবং ক’দিন আগে ভারত সফরে বিব্রতকর পরাজয়ও আছে এ মেয়াদে।

ওয়ানডেতে ৩৫ ম্যাচের মধ্যে জয় ১৩টি, হার ১৯টি, পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ। এ সংস্করণে সবচেয়ে হতাশার অধ্যায় ছিল গত ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে আসরে, সেখানেই নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও হারে বাংলাদেশ। ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জেতে টাইগাররা। এ বিশ্বকাপের আগে নানা বিতর্কে বাদ পড়েন তামিম ইকবাল। সাকিব আল হাসানের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্য হলে ঘটনা আরো বিতর্কিত হয়ে ওঠে। তামিম অবসর নেন ফিরে আসেন আবার বিশ্বকাপ স্কোয়ার্ড থেকেও বাদ পড়েন।

দুজনের সম্পর্কের অবনতিতে অনেকেই হাথুরুকে দায়ী করেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হাথুরুর অধীনেই প্রথমবার ৩টি ম্যাচ জেতে বাংলাদেশ। কিন্তু পারফরম্যান্স কোনো ম্যাচেই সন্তোষজনক ছিল না। শেষ ম্যাচে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মেলালেই সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতেই হাল ছেড়ে দেয় টাইগাররা। এটা নিয়েও সমালোচিত হন হাথুরু। এ সংস্করণে তার অধীনে এ মেয়াদে জয় ১৯টি, হার ১৫টি, পরিত্যক্ত এক ম্যাচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close