ক্রীড়া ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০২১

ওজিলের গন্তব্য তুরস্ক

ইংল্যান্ডে প্রায় এক দশক কাটাতে যাচ্ছিলেন মেসুত ওজিল। কিন্তু লন্ডনের ক্লাব আর্সেনালের সঙ্গে তার সম্পর্কটা তিক্ত হয়ে ওঠায় ক্লাব ছাড়ছেন তিনি। গানারদের ডেরা ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচের পথে এই জার্মান মিডফিল্ডার। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি ৩২ বছর বয়সি তারকা। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, শিগগিরই সবকিছু খোলাসা করবেন তিনি।

গত বছরের মার্চে ওয়েস্টহামের বিপক্ষে ম্যাচের পর থেকে ওজিলকে আর আর্সেনালের জার্সিতে খেলতে দেখা যায়নি। কোচ মিকেল আর্তেতার দলে ব্রাত্য হয়ে পড়েছেন বিশ্বকাপ জয়ী জার্মান তারকা। সেটা তিনি উপলব্ধি করেই সম্ভবত এই সিদ্ধান্ত নিতে চলেছেন।

২০১৩ সালে ৪২.৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন ওজিল। তুর্কি বংশোদ্ভূত এই ফুটবলার জার্মানিতে জন্মগ্রহণ করলেও মনের টান মাতৃভূমির জন্যই বেশি। সাম্প্রতিককালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার সাক্ষাৎ এবং ছবি তোলার ঘটনাটি বেশ আলোচিত হয়েছিল। জার্মানির হয়ে বিশ্বকাপ জিতলেও তুরস্কপ্রীতিই তার পথে কাঁটা হয়ে দাঁড়াল। ইউরোপীয় ফুটবল মহলে এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close