ক্রীড়া ডেস্ক
৩০ নভেম্বর, ২০২০
অনবদ্য ফিলিপসে সিরিজ কিউইদের

------
টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দারুণ সূচনা করেন মার্টিন গাপটিল এবং টিম সেইফার্ট। ওশান থমাসের উইকেটে পরিণত হয়ে সেইফার্ট আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি। তারপরের ওভারেই ফাবিয়ান অ্যালেন গাপটিলকে সাজঘরের পথ দেখান।
এরপর কনওয়েকে নিয়ে ১৮৪ রানের জুটি বাঁধেন ফিলিপস। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তিনি খেলেন ৪৬ বল। সেইসঙ্গে ভাঙেন স্বদেশি কলিন মুনরোর ৪৭ বলে সেঞ্চুরির রেকর্ড। অন্য প্রান্তে সমান চারটি চার এবং ছয়ে ৬৫ করেন কনওয়ে। থমাস, অ্যালেন, পোলার্ডরা নেন একটি করে উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে চার উইকেট হারায় ওয়েস্ট-ইন্ডিজ। ফিরে যান কিং, আন্দ্র্রে ফ্লেচার, মায়ার্স, নিকোলাস পুরানরা। প্রস্তর যুগের ব্যাটিং করেন শেমরন হেটমার। সবার ব্যর্থতার মাঝে কিছুটা চেষ্টা করেন পোলার্ড, কিমো পলরা। তবে ১৬৬ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৩৮/৩, ২০ ওভার
ফিলিপস ১০৮, পোলার্ড ৩৩/১
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৬/৯, ২০ ওভার
পোলার্ড ২৮, জেমিসন ১৫/২
ফল : নিউজিল্যান্ড ৭২ রানে জয়ী
সিরিজ : নিউজিল্যান্ড ২-০ তে এগিয়ে
ম্যাচসেরা : গ্লেন ফিলিপস
"